প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
গলায় খাবার আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামে। জানা যায়, রঘুনাথপুর গ্রামের মোহাম্মদ মঈন হাওলাদারের একমাত্র শিশুকন্যা তাসমিন (১১ মাস)কে সকালে তার মা খিচুড়ি খাওয়ান। এ সময় তার গলায় খাবার আটকে যায়। সাথে সাথে তাকে আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিন বিকেল সাড়ে ৫টায় নিহত শিশু তাসমিনকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর খবর শুনে আশপাশের লোকজন শিশু তাসমিনকে এক নজর দেখার জন্যে ভিড় জমায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।