বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

উদ্বোধনী খেলায় আজ লড়বে আবাহনী ও ভাই ভাই স্পোর্টিং ক্লাব
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

আজ বৃহস্পতিবার থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে ৮ম বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আজ লড়বে আবাহনী ক্রীড়া চক্র ও ভাই ভাই স্পোর্টিং ক্লাব। দুপুরে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুরু হবে বলে জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে।

বুধবার বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টে অংশ নেয়া সকল ক্লাব কর্মকর্তার মাঝে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দলগুলোর খেলোয়াড়দের জার্সি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সহ-সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোতালেব, চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল, মহাসচিব জাকারিয়া ভূঁইয়া বতু, সদস্য পারভেজ গাজী, শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক এবিএম রেজওয়ান, পূর্ব শ্রীরামদী ক্লাবের কর্মকতা আবদুস ছামাদ বাদল, প্রফেসরপাড়া ক্রীড়া চক্রের কর্মকর্তা ও খেলোয়াড় সাইফুল ইসলামসহ খেলা পরিচালনাকারী আম্পায়ার ও বিভিন্ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ। পরে চাঁদপুর স্টেডিয়ামে আজকের খেলায় অংশ নেয়া ভাই ভাই স্পোর্টিং ক্লাব ও আবাহনী ক্রীড়া চক্র এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্মকর্তারা টুর্নামেন্টে অংশ নেয়া খেলোয়াড়দের সাথে নিয়ে জার্সি উন্মোচন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়