প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে নোয়াখালীতে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জোনাল ক্রিকেট প্রতিযোগিতায় জয় পেয়েছে চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। বুধবার নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শক্তিশালী সুনামগঞ্জের সাথে ৪ উইকেটে জয় পেয়ে মাঠ ছাড়ে চাঁদপুর ক্রিকেট দল।
আজ বৃহস্পতিবার প্রথম রাউন্ডের শেষ ম্যাচে চাঁদপুর জেলা দল খেলবে কক্সবাজারের সাথে। এদিকে সুনামগঞ্জের সাথে জয়ী হওয়ায় চাঁদপুর জেলা দলকে অভিনন্দন জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, সহ-সভাপতি পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
বুধবার অনুষ্ঠিত খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সুনামগঞ্জ। তারা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ অপরাজিত মবিন ১০০ রান ও আল আরিব ২৩ রান করেন। বল হাতে চাঁদপুরের রাকিবুল হাসান ১০ ওভারে ২৯ রানে ৪টি উইকেট লাভ করেন।
চাঁদপুর জেলা দল ১৮৩ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৪৮ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ মুসফিক ৪৬ ও নিরব সরকার ৩৫ রান করে। বল হাতে নোয়াখালীর মোশারফ ৩৫ রানে ২টি উইকেট নেন।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন : মোস্তাফিজুর, সালাউদ্দিন, সাইদ আফ্রিদী, হৃদয় মিজা, নিরব সরকার, সালমান জাহান, ইনজামামুল হক, মোস্তাক হাসান, হাবিব, সিফাত, আলআমিন, রাফিদ, জিসান ও ফারদিন। দলের টিম ম্যানেজারের দায়িত্বে রয়েছেন ক্রিকেটার রাফসান জানি ও কোচের দায়িত্বে রয়েছে কোচ পলাশ কুমার সোম।