বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

সওজের প্রধান প্রকৌশলী হলেন মতলবের মনির হোসেন পাঠান
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলবগঞ্জ জে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র মনির হোসেন পাঠান সড়ক ও জনপথ অধিদপ্তরের ‘প্রধান প্রকৌশলী’ হিসেবে পদায়িত হয়েছেন। গত ৭ ফেব্রুয়ারি উপ-সচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি মতলব দক্ষিণ উপজেলার নওগাঁ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ পাঠানের বড় ছেলে। তিনভাই দুই বোনের মধ্যে তিনি সবার বড়। তিনি ১৯৭৮ সালে মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে (বোর্ড স্ট্যান্ড) এসএসসি, ১৯৮০ সালে ঢাকা কলেজ এইচএসসি ও ১৯৮৬ ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন। পরে ১৯৮৭ সালে সহকারী প্রকৌশলী হিসেবে কুমিল্লায় যোগদান করেন।

জানা যায়, সড়ক ও জনপথ অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার অন্তর্ভুক্ত শুদ্ধাচার চর্চার জন্য তাঁকে ২০১৯-২০২০ বছরে ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা অনুযায়ী’ পুরস্কার লাভ প্রদান করা হয়।

সওজের নতুন প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান বলেন, আমি মহান আল্লাহতায়ালার কাছে শোকরিয়া আদায় করছি। তিনি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্যে সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়