প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী বলেছেন, চাঁদপুর-৩ আসনের তিন তিনবারের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি শুধু মন্ত্রীই নন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং চাঁদপুরের উন্নয়নের রূপকার, তাঁকে নিয়ে মন্তব্য করার পূর্বে সবকিছু বিবেচনা করা উচিত। কারণ আমাদের মনে রাখতে হবে, আমাদের বিরোধী রাজনৈতিক শক্তি এমন কোনো কথার জন্যে যেনো কোনো ক্লু খুঁজে না বেড়ায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ না পায়। তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠকে দেয়া একান্ত সাক্ষাৎকারে উপরোক্ত কথা বলেন। নিচে প্রশ্নোত্তর আকারে পাঠকদের জন্য সাক্ষাৎকারটি তুলে ধরা হলো-
চাঁদপুর কণ্ঠ : চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি এখনো অধিগ্রহণ করা হয়নি, অথচ এ বিষয় নিয়ে নানা গুঞ্জন চলছে। এতে কি চাঁদপুরের উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে আপনি মনে করেন?
এসডু পাটওয়ারী : জায়গা অধিগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত দেয়ার জন্যে জেলা প্রশাসক রয়েছেন। কিন্তু এখনো জায়গা অধিগ্রহণ যেখানে হয়নি, সেখানে অপপ্রচার চালিয়ে চাঁদপুরের উন্নয়ন কর্মকা-কে বাধাগ্রস্ত করার জন্যে এটি একটি হীন চেষ্টা। আসলে এরা চাঁদপুরবাসীর উন্নয়ন চায় না। চাঁদপুরের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যে তাদের এ হীন প্রচেষ্টা। তাই আমার অনুরোধ থাকবে চাঁদপুরবাসীকে এ ধরনের গুজবে কান না দেয়ার জন্য।
চাঁদপুর কণ্ঠ : শিক্ষামন্ত্রীকে নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি যে বক্তব্য দিয়েছেন, তাতে রাজনৈতিক শিষ্টাচার কতোটুকু রক্ষা করেছেন?
এসডু পাটওয়ারী : ডাঃ দীপু মনি জনগণের রায়ে নির্বাচিত তিন তিনবারের সাংসদ, সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী, বর্তমানে শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অতএব আমাদের উচিত আগে তাঁর সম্পর্কে জেনেশুনে তারপর কথা বলা। তাছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা লাভের পর থেকেই স্বাধীনতা বিরোধী একটি চক্র বার বারই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে। তাই আমি মনে করি, এ সকল বিষয় নিয়ে দলীয় ফোরামে আলোচনা না করে বাইরে খোলামেলা বলার কারণে দলের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। এ বিষয়গুলো আমাদের দায়িত্বশীলগণের মনে রাখা উচিত। তাই এমন কোনো কথা বলা উচিত নয়, যাতে বিরোধী দল সরকার দলের বিরুদ্ধে কথা বলার সুযোগ পায়।
চাঁদপুর কণ্ঠ : জেলা আওয়ামী লীগের গ্রুপিংয়ের কারণেই কি অপপ্রচার চলছে? এ বিষয়ে আপনি কী মনে করেন?
এসডু পাটওয়ারী : চাঁদপুর জেলা আওয়ামী লীগের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু কোনো গ্রুপিং বা প্রতিহিংসার রাজনীতি নেই বলে আমি মনে করি। জেলা আওয়ামী লীগ এক ও অভিন্ন। কিন্তু চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির বক্তব্যের কারণে সম্প্রতি গ্রুপিংয়ের সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা গ্রুপিংয়ের রাজনীতি করি না। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলি এবং বলছি। অতএব শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে জড়িয়ে যে বক্তব্য বা বিবৃতি দেয়া হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।