বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

সাহসিকতার জন্যে পুলিশের পুরস্কার পেলেন ড্রাইভার আঃ মান্নান গাজী
স্টাফ রিপোর্টার ॥

আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করায় চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার চাঁদপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা ও সাহসিকতার জন্য ফরিদগঞ্জের আব্দুল মান্নান গাজীকে শুভেচ্ছা স্মারকসহ নগদ অর্থ প্রদান করা হয়। চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) এ পুরস্কার প্রদান করেন।

জানা যায়, গত ১২ জানুয়ারি মধ্যরাতে ফরিদগঞ্জ-রায়পুর সড়কে ড্রাইভার আব্দুল মান্নান গাজী গরু চোর চক্রের সদস্যদের আটক করতে সহায়তা করেন। এ বিষয়ে জানা যায়, আব্দুল মান্নান গাজী ঐদিন সড়কে খেয়াল করেন, পিকআপ গাড়িতে ৫টি গরুসহ কয়েকজন লোক কাঁচা রাস্তা হতে পাকা সড়কে উঠছে। এ সময় ড্রাইভার মান্নান গাজী সন্দেহজনকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে চোর চক্র পিকআপ গাড়িটি নিয়ে রায়পুরের দিকে দ্রুত গতিতে এগিয়ে যায়। আব্দুল মান্নান গাজী তার নিজ গাড়িতে করে গরু চোরচক্রের পেছনে ধাওয়া করে। অতঃপর ফরিদগঞ্জ থানার দক্ষিণ ধানুয়া চাঁদ বাড়িয়া ব্রীজের কাছাকাছি গরু চোরচক্রের গাড়ির সামনে নিজ গাড়ি নিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। এতে চোরচক্র সজোরে ধাক্কা মারার ফলে পিকআপ গাড়ি এবং আব্দুল মান্নানের জিপ গাড়িসহ দুটো গাড়িই পাশর্^বর্তী রাস্তার পাশে জলাশয়ে পড়ে যায়। তখন আব্দুল মান্নান গাজী জোরে ডাক-চিৎকার দিলে আশেপাশের স্থানীয় জনগণ ও টহলরত থানা পুলিশ এসে চোরচক্রের ২ সদস্যকে আটক করে। ফরিদগঞ্জ থানা পুলিশ গরু চোরচক্রের বাকি ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করায় জেলা পুলিশের পক্ষ থেকে ড্রাইভার আব্দুল মান্নান গাজীকে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়