প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট-২০২২ সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের নিচতলায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ। বাজেট প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন। কোরআন তেলাওয়াত করেন সিনিয়র আইনজীবী অ্যাডঃ এএসএম জামিল হায়দার বুলবুল। গীতা পাঠ করেন সমিতির নবনির্বাচিত কমিটির সম্পাদক লাইব্রেরী অ্যাডঃ নিবাস সরকার। সভায় ২ কোটি ৪১ লাখ ৪১ হাজার ৮শ’ ৯৩ টাকার বার্ষিক বাজেট উপস্থাপন করা হয়।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডঃ ইকবাল বিন বাশার, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ আহছান হাবীব, অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ ইব্রাহীম খলিল, অ্যাডঃ আবদুল লতিফ শেখ, অ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ জয়নাল আবেদীন, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ মোঃ আতিকুর রহমান, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপন, অ্যাডঃ মিজানুর রহমান, অ্যাডঃ মহসিন খান, অ্যাডঃ এমএ হালীম পাটওয়ারী প্রমুখ।
বাজেট সভার প্রথম অধিবেশন শেষে সমিতির পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এতে অংশ নেন জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আলম, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিমউল্লা সেলিম, যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান সফিকুজ্জামান, ফেরদৌস আলম বাবু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, এএইচএম আহসান উল্লাহসহ অতিথিবৃন্দ।
বার্ষিক সভায় কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মাইনুল আহসান, জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ এএনএম মাইনুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাডঃ মুহাম্মদ গোলাম কাউছার শামীম, সম্পাদক ফরমস্ অ্যাডঃ মোহাম্মদ নূরুল আমিন খান, সম্পাদক লাইব্রেরী অ্যাডঃ নিবাস চন্দ্র সরকার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাডঃ ইমাম হোসেন টিটু, জেনারেল অডিটর অ্যাডঃ শাহাদাত সরকার শাওন, রানিং অডিটর অ্যাডঃ নাদিম হোসেন তালুকদার, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ সাফায়েত হোসেন তালুকদার, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ মাসুদ রানা, সদস্য অ্যাডঃ মোঃ আবু কাউছার, অ্যাডঃ শাখাওয়াত হোসেন মজুমদার ও অ্যাডঃ তাছলিমা আক্তার।