বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ৩২তম অভিষেক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ৩২তম অভিষেক গতকাল ৬ ফেব্রুয়ারি রোববার রাতে শহরের একটি অভিজাত রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ রোটারী বর্ষের ক্লাব কমিটির এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ জামাল সালেহ উদ্দিন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। রোটারিয়ানরা সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজ বিনির্মাণে একযোগে কাজ করে যাচ্ছে। বিগত ১১৬ বছর যাবৎ পোলিও নির্মূল, স্বাস্থ্য ও স্যানিটেশন সেবায় রোটারিয়ানরা অভূতপূর্ব ভূমিকা রেখে আসছে। মেধাবী শিক্ষার্থীর বৃত্তি প্রদান করে তারা আনুষ্ঠানকে আরো আলোকিত করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন শাকিল পিএইচএফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রোটাঃ ডাঃ একেএম মাহাবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা পলিন, এসিস্টেন্ট গভর্নর রোটাঃ নূরুল আমিন খান আকাশ, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির জীবন বৃত্তান্ত তুলে ধরেন রোটাঃ ডাঃ সাইফুল ইসলাম সোহেল। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সদ্য অতীত সভাপতি রোটা ডাঃ তানভির আহমেদ মিয়া (আরিফ) ২০২১-২২ রোটারী বর্ষের সভাপতি রোটাঃ সাখাওয়াত হোসেন শাকিলকে এবং বিদায়ী সচিব মোঃ ইমরান হোসেন নতুন সচিব এমএ হান্নানকে কলার স্থানান্তর করেন।

চমৎকার আয়োজনে অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠানে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্টবৃন্দ এবং অন্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনেকে।

অনুষ্ঠানটি চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের রোটারিয়ানদের মিলন মেলায় পরিণত হয়। সেখানে রোটারিয়ানদের সাথে তাদের সহধর্মিণী এবং সন্তানদের উপস্থিত থাকতে দেখা যায়। অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়