বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

দুর্নীতিবাজ ভোট ডাকাতদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন লড়াই করে চলছে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলায় ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকে অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীদের সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারি রোববার সকালে জেলা ইসলামী আন্দোলনের আয়োজনে হাজীগঞ্জ শহরের দারউল কারীম কমপ্লেক্সে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতার সেবায় কাজ করছে। আমরা দেশের গণমানুষকে সাথে নিয়ে এ দেশে একটি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। আজ দেশের মানুষ ইসলামী আন্দোলনের প্রতি আস্থা ও বিশ্বাস রাখছেন। জনগণ দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে নিষ্ঠাবান, সৎ ব্যক্তিকে জনপ্রতিনিধি করতে চায়। কিন্তু তারা তাদের ভোট প্রয়োগ করতে পারছে না। সারা বাংলাদেশের প্রায় প্রতিটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে প্রার্থী দিয়েছেন। কিন্তু জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণ যদি ভোট দিতে পারতো, অসংখ্য ইউনিয়নে হাতপাখা প্রতীকের চেয়ারম্যান নির্বাচিত হতো।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময়ই সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত দুর্নীতিবাজ ভোট ডাকাতদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ লড়াই করে যাবে।

জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদ সানীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ বড় মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুর রউফ, জেলা ইসলামী আন্দোলনের নির্বাহী সদস্য মাওঃ নুরুল আমিন, মাওলানা যোবায়ের আহমাদ, আলহাজ্ব শাহজাহান খান, জেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী মাওলানা বেলাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুন-উর-রশিদ বেলাল, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক এইচএম নিজাম, ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হোসাইন, ইসলামী আন্দোলনের নেতা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন।

এছাড়াও ইসলামী আন্দোলনের বিভিন্ন উপজেলা দায়িত্বশীল ও চেয়ারম্যান প্রার্থীগণ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়