প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কাশেম কন্ট্রাক্টরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান। উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি আবুল খায়ের পাটোয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান শোক জানিয়েছেন। তাঁরা এক শোক বার্তায় বলেন, ফরিদগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের রাজনীতিতে আবুল কাশেম কন্ট্রাক্টরের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।