প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে সর্বমহলে জনপ্রিয় রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম কন্ট্রাক্টর পরপারে পাড়ি জমালেন। তিনি গতকাল বিকেলে উপজেলা সদরস্থ কাছিয়াড়া গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি----রাজেউন)। মরহুম আবুল কাশেম কন্ট্রাক্টর দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি সমস্যা জনিত রোগে ভুগছিলেন।
তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছাড়াও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে রাজনীতিতে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ আজ সোমবার সকাল ১১টায় উপজেলা সদরের ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে ও ২য় জানাজা দুপুর ১২টায় তার গ্রামের বাড়ি উপজেলার পশ্চিম সাফুয়ার ঈদগাহে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করে। এলাকায় জানাজার নামাজের সময়সূচি ঘোষণা দিয়ে মাইকিং করা হয়েছে।
শিক্ষামন্ত্রীর শোক
চাঁদপুর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম কন্ট্রাক্টরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
মন্ত্রী এক শোকবার্তায় বলেন, বাংলাদেশ আওয়ামী লীগে আবুল কাশেম ভাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে। মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
জেলা আওয়ামী লীগের শোক
চাঁদপুর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী, সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলসহ অন্য নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুক।