প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের রাজাপুরা গ্রামের রাজাপুরা মুড়াগাঁও খালটি অবৈধভাবে দখল করে নেয়ায় দুর্ভোগে পড়েছে রাজাপুরা গ্রামের দুই শতাধিক পরিবার। এলাকার একটি প্রভাবশালী মহল খালের উপর মাটি ভরাট করে দখল করে নেয়। এতে করে এলাকার পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানায়, রাজাপুরা ছোটপুকুর এলাকা থেকে মুড়াগাঁও শৈখালি পর্যন্ত খালটি অবৈধভাবে ভরাট করার ফলে রাজাপুরা গ্রামের দুই শতাধিক পরিবার দুর্ভোগে পড়েছে। রাজাপুরা গ্রামের পাটোয়ারী বাড়ির কবির আহমদ, আব্দুল লতিফ ওরফে লিটন গাজীসহ বেশ ক’জন মাটি ফেলে খালটি দখল করে নিয়েছে।
স্থানীয় কামরুজ্জামান বাবু জানান, অনেক পুরাতন ও ঐতিহ্যবাহী এ খাল দিয়ে রাজাপুরা এলাকার পানি নিষ্কাশন হয়ে থাকে। কিন্তু খালটি দখল করে নেয়ায় গ্রামবাসী বিপাকে পড়ে। সগির আহাম্মদ মিয়া বলেন, আমরা খালটি দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক দর্জি জানান, ইউনিয়নের অনেক এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে ত্বরিৎ ব্যবস্থা নিলে খাল দখলের প্রবণতা কমে আসবে। তিনি আরো বলেন, উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এতে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।