বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

কাল সরস্বতী পূজা
বিমল চৌধুরী ॥

দেবী বরণে সনাতন ধর্মাবলম্বী ছোট-বড় সকল মানুষের মাঝেই দেখা দিয়েছে উৎসবের আমেজ। আগামীকাল ৫ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে বিদ্যা, বুদ্ধি আর জ্ঞানের দেবী সরস্বতী পূজা। আজ সন্ধ্যার পর থেকেই পূজার আয়োজকগণ উৎসবমুখর পরিবেশে বাদ্য-বাজনা সহকারে সরস্বতী প্রতিমা স্থাপন করবেন স্ব-স্ব পূজা ম-পে। কাল সকালে পঞ্চমী তিথিতে শুভ নির্ঘন্ট অনুযায়ী দেবী বরণে অঞ্জলি প্রদান করবেন শিক্ষার্থী থেকে শুরু করে সনাতন ধর্মাবলম্বী সকল বয়সের নারী-পুরুষগণ। তারা আকুতি জানাবেন, প্রার্থনা করবেন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে যাতে সুশিক্ষিত ও ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে পারে, মহামারী করোনা থেকে যেন দেশ ও জাতি পুরোপুরি মুক্ত হতে পারে।

যেহেতু রাত পোহালেই পূজা, তাই পুরোদমে চলছে পূজার আয়োজন। চাঁদপুর শহরের কালীবাড়ি মন্দির, গোপাল জিউড় আখড়া, পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সসহ জেলা শহরের বিভিন্ন স্থানে চলছে সরস্বতী প্রতিমা তৈরির কাজ। নির্মাণ হয়েছে সুসজ্জিত প্যান্ডেল আর সুউচ্চ তোরণ। লাগানো হয়েছে লাল, নীল বাতি। বাজবে বাদ্য বাজনা, শোনা যাবে হিন্দি, বাংলাসহ ধর্মীয় গান, আয়োজন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে প্রতি বছরই সুউচ্চ ইকো সাউন্ডের বিশাল শব্দ নিয়ে কথা হলেও এ বছরও যে তা নিয়ন্ত্রণে থাকবে তা কিন্তু কেউ বলতে পারছে না। তবে জেলা পূজা উদ্যাপন পরিষদ উচ্চ আওয়াজ সম্পন্ন ইকোর শব্দ নিয়ন্ত্রণে রাখাসহ উৎসবের সার্বিক নিরাপত্তা এবং বৈশ্বিক মহামারি করোনার ভয়াবহতা বিবেচনা করে কিছু বিধিনিষেধ মেনে পূজা সম্পন্ন করার জন্যে পূজারীদের অনুরোধ জানিয়েছেন। তাদের নির্দেশনা কতটুকু কার্যকর হবে তা এখন দেখার বিষয়।

জেলা পূজা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর শহরে বের হবে না সরস্বতী পূজার বর্ণাঢ্য শোভাযাত্রা। সারাদেশের মধ্যে চাঁদপুরে অনুষ্ঠিত সরস্বতী পূজার শোভাযাত্রা ছিল ব্যাপক পরিচিত। পূজার শেষদিন বাদ্য বাজনা সহকারে শতশত প্রতিমা নিয়ে শহরে বের হতো বর্ণাঢ্য শোভাযাত্রা। কয়েক ঘন্টা ধরে চলতো এ আয়োজন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই অধীর আগ্রহ নিয়ে দর্শন করতেন শোভাযাত্রা পর্ব। নিরাপত্তা বিধানে সকলেরই থাকতো আন্তরিক সহযোগিতা। ঐতিহ্যবাহী এ শোভাযাত্রা এ বছর না হওয়ার সিদ্ধান্তে অনেক পূজারীর মনেই কষ্টের উদ্বেগ হলেও তা কিন্তু কেউই প্রকাশ করেনি। তবে তারা অনেকটা খুশি দর্শনার্থীদের সুবিধার্থে প্যান্ডেলে দুদিন রাখা যাবে প্রতিমা। যা আগে ছিলো না। এ বছর দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মেনে কাল শনিবার ও পরশু রোববার ২ দিন প্রতিমা দর্শন করতে পারবেন। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হলেও আগে নিয়মানুযায়ী সকালে অনুষ্ঠিত হতো পূজার আড়ম্বরতা অঞ্জলি প্রদান, রাতে প্রতিমা দর্শন আর পরদিন শোভাযাত্রার মধ্য দিয়ে সম্পন্ন হতো পূজার সকল আয়োজন।

এ বছর অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসবে মানুষরূপী অসুরদের তা-বে পূজাম-প যখন ল-ভ- হলো, দেবালয় লুণ্ঠিতসহ দেবতা ভূলুণ্ঠিত হলো, মা-বোন অত্যাচারিত হওয়াসহ বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিস্ফুলিঙ্গ হয়ে দাউ দাউ করে জ্বলে উঠলো, মানুষ যখন দানবদের হাতে নিহত হলো, সেদিন পূজারীদের ব্যাপক আয়োজন আর আনন্দ যখন শ্রম, ঘাম আর রক্ত মিশ্রিত কাঠ কয়লার ছাইয়ে পরিণত হলো, তাদের সকল আয়োজন যখন নিরানন্দিত হলো, তখন তারা হয়তো ভেবেছিল সরস্বতী পূজার সময় সকল ভক্তি উজাড় করে আনন্দ চিত্তে উৎসবের সকল আনন্দ ভোগ করবে। বাদ্য, বাজনাসহ ব্যাপক আয়োজনে সম্পন্ন করবে সরস্বতী পূজা। বের হবে শোভাযাত্রা, কিন্তু তা আর এ বছর হয়ে উঠলো না। বৈশ্বিক মহামারি করোনাসহ সে আনন্দে অনেকটাই বাধা হয়ে দাঁড়ালো পূজার আয়োজনে।

স্বাস্থ্যবিধি রক্ষায় প্রতিটি পূজা ম-পেই প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। থাকছে হ্যান্ড স্যানিটেশনসহ স্বাস্থ্যবিধি মানার বিধিব্যবস্থা। গত বছরের চেয়ে এ বছর সরস্বতী প্রতিমাসহ পূজার উপকরণের দাম অনেকটাই বেশি বলে জানিয়েছেন আয়োজকদের কেউ কেউ। ব্যাপক অর্থ ব্যয় করে মাইক, ইকো সাউন্ড, বাদ্য, বজনা ও প্যান্ডেল সাজিয়ে একদিনের জন্যে পূজার আয়োজনে অনেকের মনেই ছিল অপূর্ণতা। তাদের অনেকেরই আশা বা ইচ্ছে ছিল পূজা একদিনের হলেও দর্শনার্থীদের সুবিধার্থে দু দিন যেন প্রতিমা দর্শনের ব্যবস্থা রাখা হয়। এ বছর দুদিন দেবী প্রতিমা দর্শনের ব্যবস্থা থাকায় পূজারীদের মাঝে কিছুটা হলেও উৎসবের আনন্দ ফিরে আসবে বলেই বিশ্বাস।

দেবী সরস্বতী বিদ্যার দেবী, জ্ঞানের দেবী হওয়ায় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অধীর আগ্রহ নিয়ে পূজার আয়োজন করতে দেখা গেলেও দেবী বরণে সনাতন ধর্মাবলম্বী সকল বয়সের মানুষই অধীর আগ্রহ নিয়ে আয়োজন করে থাকেন সরস্বতী পূজার। মহামারি করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই এ বছর সরস্বতী পূজা না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। তবে শহরের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই সরস্বতী পূজা সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করেছেন। চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস জানান, গত বছরও আমরা ব্যাপকভাবে পূজার আয়োজন করতে পারিনি। নিয়মের পূজা সম্পন্ন করেছে ছাত্র-ছাত্রীরা, এ বছরও একই অবস্থা করোনার কারণে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষামন্ত্রণালয় সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তাই ধর্মীয় শিষ্টাচার রক্ষায় সনাতন ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীদের অঞ্জলি প্রদানের সুবিধার্থে পূজার আয়োজন করেছি। তবে তা হবে সকল স্বাস্থ্যবিধি মেনে। থাকবে না কোনো আড়ম্বরতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়