বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুর সদর ও হাইমচরে রেদওয়ান খান বোরহানের শীতবস্ত্র বিতরণ
অনলাইন ডেস্ক

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, ভয়েস বাংলা ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহানের ব্যক্তিগত উদ্যোগে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সমাজের শীতার্ত অসহায়, দরিদ্র, দুঃস্থ, দলীয় নেতা-কর্মী এবং সুবিধা বঞ্চিত নারী-পুরুষদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

৩ ফেব্রুয়ারি চাঁদপুর শহরের পুরাণবাজার, চান্দ্রা চৌরাস্তা বাজার, হাইমচর উপজেলার ২নং আলগী (উঃ) ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম, জনতাবাজার, বাংলাবাজার, আলগী বাজারসহ বিভিন্ন স্থানে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সফিকুর রহমান গাজী, চাঁদপুর জেলা আওয়ামী মহিলা লীগ নেত্রী রেনু বেগম, হাইমচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান খান, চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী, আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা মোঃ আরিফ পাটোয়ারী প্রমুখ।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি থেকে প্রতিনিয়ত দলীয় নেতা-কর্মী ও মাদ্রাসার এতিম ছাত্রদের এবং অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন রেদওয়ান খান বোরহান ও তার পক্ষে দলীয় নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়