প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুরের কিংবদন্তিতুল্য আদর্শবান সাংবাদিক, চাঁদপুর প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা শংকর চন্দ্র দের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি এক শোক বার্তায় বলেন, শংকর দাদা আমার অত্যন্ত শ্রদ্ধার এবং ভালোবাসার মানুষ ছিলেন। তিনি যেমন ছিলেন নির্লোভ, তেমনি ছিলেন নিরহঙ্কার। নিভৃতচারী এই মানুষটি সততার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। এমন আদর্শবান কলম সৈনিকের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।