প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, কিংবদন্তীতুল্য প্রবীণ সাংবাদিক, জুট মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুরাণবাজার ডিগ্রি কলেজের সাবেক লাইব্রেরিয়ান, একজন সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তি শঙ্কর চন্দ্র দে আর বেঁচে নেই। তিনি ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে মেথা রোডস্থ ভাড়া বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১০ জানুয়ারি নিজ ঘরের মধ্যে দুর্ঘটনাজনিত কারণে হাড় ভেঙ্গে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
শঙ্কর চন্দ্র দে ১৯৪৪ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিলো নদী ভাঙ্গনগ্রস্ত। চাঁদপুর শহরের মুখার্জী ঘাটের ছোট টিনের ঘরে দীর্ঘদিন তার জীবন কাটে। তিনি ১৯৬২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ৪৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশায় সংশ্লিষ্ট ছিলেন। স্বাধীনতোত্তর তিনি দৈনিক বাংলার মহকুমা ও জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি স্থানীয় পত্রিকা সাপ্তাহিক রূপসী বাংলায় সম্পাদকীয় লিখার কাজ করতেন। তিনি ছিলেন অত্যন্ত সৎ, নিষ্ঠাবান ও নিভৃতচারী। তিনি চাঁদপুর প্রেসক্লাব প্রতিষ্ঠিত উদয়ন শিশু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। তাঁর স্ত্রী মাধুরী রাণী দে গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা। তার বড় ছেলে কলকাতা প্রবাসী। ছোট ছেলে পার্থ প্রতিম দে লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
গতকাল রাতে চাঁদপুর শহরের ইচলী মহাশ্মশানে শঙ্কর চন্দ্র দের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
**
জেলা ক্রীড়া সংস্থার শোক
চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক ক্রিকেটার পার্থ প্রতিম দে নিটুলের বাবা শংকর দের মৃত্যতে শোক জানিয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। এক শোক বার্তায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, সহ-সভাপতি পুলিশ সুপার মিলন মাহমুদ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ কার্যকরী কমিটির সদস্যরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
**
চাঁদপুর কণ্ঠ পরিবারের শোক
প্রবীণ সাংবাদিক শঙ্কর চন্দ্র দের মৃত্যুতে চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক এবং প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ¦ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার ও প্রধান সম্পাদক কাজী শাহাদাতসহ চাঁদপুর কণ্ঠ পরিবার গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
**
অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারের শোক
প্রবীণ সাংবাদিক শঙ্কর চন্দ্র দের মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও সাবেক আহ্বায়ক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার শোক জানিয়েছেন। তিনি তাঁর আত্মার শান্তি কামনা করছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
**
অ্যাডঃ সেলিম আকবরের শোক
চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ সাংবাদিক শংকর দের মৃত্যতে শোক জানিয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।
এক শোক বার্তায় তিনি বলেন, আমরা ছোটকাল থেকেই শংকর দাকে দেখেছি একজন নির্লোভ, নিরহংকারী মানুষ হিসেবে। সৎ সাংবাদিকতায় তিনি ছিলেন নির্ভীক এবং অবিচল। তাঁর মৃত্যতে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।