বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা
এমকে মানিক পাঠান ॥

সরকারি নিয়ম-নীতি না মেনে ইটভাটা পরিচালনা করার অপরাধে ফরিদগঞ্জে উপজেলার গাজীপুর এলাকায় মেসার্স মাহবুব ব্রিকফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৩ অনুসারে ওই ইটভাটাকে ৫০ হাজার টাকা অর্থদ-াদেশ প্রদান করা হয়। ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক বরকত উল্যাহসহ সঙ্গীয় ফোর্সকে সাথে নিয়ে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, শুধু ইটভাটা কেনো যেখানে অন্যায়, অনিয়ম সেখানেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আর করোনা যেহেতু এখন প্রকট আকার ধারণ করেছে, তাই স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সকলকে আন্তরিক ও যতœবান হওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ফরিদগঞ্জে সরকারি হিসেবে মোট ২৬টি ইটভাটা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়