প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
শাহরাস্তি উপজেলার দেবীপুর হাজী বাড়িতে বসতঘর ভাংচুর, লুটপাট ও সম্পত্তি দখলের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। জানা যায়, গত ২৬ জানুয়ারি মেহের উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন তার আপন বড় ভাই বিল্লাল হোসেনের বসতঘর ভাংচুর, লুটপাট ও সম্পত্তি দখল করেন।
এ ঘটনায় বিল্লাল হোসেন ৩১ জানুয়ারি চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেয়ারম্যান মোঃ মনির হোসেনকে ১নং আসামী করে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সেই মামলার ১নং আসামী চেয়ারম্যান মোঃ মনির হোসেনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। যার মামলা নং সিআর ২৯/২২ (শাহরাস্তি)।