প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
গত ৩১ জানুয়ারি সোমবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সম্মুখে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাটি বোঝাই ট্রলার ডুবিতে ৫ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ৬জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় বালুবোঝাই এমভি ইকবাল হোসেন (১)কে জব্দ এবং চারজনকে পুলিশ আটক করে। নিহতদের পরিবারের পক্ষে কাউসার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। থানা পুলিশের এসআই নাসিরের ওপর মামলার তদন্ত দেয়া হয়। ট্রলার ডুবির ঘটনায় আটককৃত ইউনুস (২৩), আবুল বাশার (১৮), দিদার (২৩) ও জাবেদ হোসেন (১৮)কে হত্যা মামলার আসামী হিসেবে আদালতে প্রেরণ করা হয়।