প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ মোঃ নাসিম উদ্দিন বাবু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আবু ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর সড়কের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চাঁদপুরগামী বোগদাদ বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নূতন বার রশিয়া গ্রামের মৃত ফিরোজ আলীর পুত্র মোঃ নাসিম উদ্দিন বাবুকে গ্রেফতার করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।