প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তৌফিক নাওয়াজ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তাঁদের সকলের দ্রুত সুস্থতা কামনা করে জেলা যুবলীগের পক্ষ থেকে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।
১ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ জোহর নতুনবাজারস্থ ঐতিহাসিক বেগম জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্বামী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তৌফিক নাওয়াজ, দীর্ঘদিন যাবৎ অসুস্থ। একই সাথে তিনি বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের সকলের দ্রুত রোগমুক্তি কামনা করে জেলা যুবলীগের পক্ষ থেকে আজ এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। আপনারা তাঁদের জন্যে দোয়া করবেন। তাঁরা যেনো দ্রুত সুস্থ হয়ে দেশ এবং দেশের জনগণের কল্যাণে পুনরায় কাজ শুরু করতে পারেন। তাঁরা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই স্বাধীনতা বিরোধীরা দেশে এবং দেশের বাইরে থেকে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা আরো বেগবান করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবীর সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, তাজুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের সদস্য মকবুল হোসেন মিয়াজী, নজরুল ইসলাম বাদল, ওয়াহিদুর রহমান বাবু, জিয়াউল আমিন দিপু, পৌর কাউন্সিলর ইউনুস শোয়েব, সাইফুল ইসলাম সুমন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদ আলম মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান পারভেজ, সদর উপজেলা যুবলীগের সদস্য মোস্তফা মোল্লা, ইকবাল হোসেন পলাশ, জাহাঙ্গীর কবির কিশোর, পৌর যুবলীগের সদস্য কালা বেপারী, রাজিব চৌধুরী, আব্দুল্লাহ আল-মামুন, আল-আমিন বকাউল, কাদের গাজী প্রমুখ। এছাড়াও জেলা, সদর উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন বেগম জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাহবুবুর রহমান।