প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের তালতলী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার বাজারের ব্যবসায়ীরা দিন শেষে যে যার বাড়িতে গিয়ে যখন ঘুমে আচ্ছন্ন, তখন মধ্যরাতের আগুনে গোহট উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন তালতলী বাজারে ৫টি দোকানের মালামাল পুড়ে সব নিঃশেষ হয়ে যায়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ অগ্নিকাণ্ডে আঃ আউয়ালের মুদি দোকান ও গোডাউন, আবুল বাশারের ওষুধের দোকান, নিখিল শীলের সেলুন, নজরুলের চায়ের দোকান এবং ওই মার্কেটে থাকা মামুনের অটোরিক্সাটি পুড়ে যায়। অগ্নিকা-ের ফলে ২৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। তবে কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে তা জানা যায়নি।
কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহতাব ম-ল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।