প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
গত সোমবার ৩১ জানুয়ারি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সম্মুখে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাটি বোঝাই ট্রলার ডুবে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন।
নিহত শ্রমিকদের উদ্ধার করে চাঁদপুর নৌপুলিশে হস্তান্তর করা হয়। ময়নাতদন্ত শেষে ঐদিন রাতে নিহতদের মরদেহ তাদের আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। নিহতরা হচ্ছেন : আউয়াল মাঝি (৫০), মোবারক (৩৫), নাছির (৩৩), আল-আমিন (৩৫) ও নজরুল (৩২)।
গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লার মুরাদনগর ও তিতাস উপজেলার নিজ নিজ গ্রামে নিহতদের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, নিহতদের লাশ নিজ নিজ গ্রামের বাড়িতে নেয়া হলে এলাকার লোকজন এক নজর দেখার জন্য ভীড় জমায়। আত্মীয়-স্বজনদের কান্নায় চারপাশের আকাশ বাতাস ভারী হয়ে উঠে। নিহত শ্রমিকদের আয়ের ওপর তাদের পরিবারগুলো নির্ভরশীল ছিলো। তাদের অকাল মৃত্যুতে পরিবারগুলো অসহায় হয়ে পড়ে।