প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে বাবুল (৪০) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। ৩১ জানুয়ারি সোমবার রাতে তাকে আটকের পর মামলা দায়ের করে ১ ফেব্রুয়ারি মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। ঘটনাটি উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে ৩১ জানুয়ারি সোমবার দুপুরে ঘটে।
ওই শিক্ষার্থীর মা জানান, মাদ্রাসা পড়ুয়া তার মেয়ে পাশর্^বর্তী বাজার থেকে তেল ক্রয় করতে গেলে বাবুল তার শ্লীলতাহানি করে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে বাবুল (৪০) পালিয়ে যায়। পরে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদ হোসেন জানান, থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়।