প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২২, ০০:০০
গতকাল রোববার চাঁদপুর জেলায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩০.৫৭ শতাংশ। এদিন ২৭৮ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ৮৫ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩৫ জন, ফরিদগঞ্জে ১৭ জন, মতলব উত্তরে ১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাজীগঞ্জে ১২ জন, কচুয়ায় ৫ জন ও শাহরাস্তি উপজেলায় ৯ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল শনাক্ত হওয়া ৮৫ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪শ’ ৮৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ২শ’ ১০ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪২ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ১০৩৩ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া গতকাল সুস্থ হন ২৩ জন। মোট আক্রান্তের মধ্যে উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদর ৭১৭৭ জন, হাইমচর ৮৮২ জন, মতলব উত্তরে ৯৩৯ জন, মতলব দক্ষিণে ১৩৪০ জন, ফরিদগঞ্জে ১৮৬৬ জন, হাজীগঞ্জে ১৬৪৩ জন, কচুয়ায় ৮৯৬ জন ও শাহরাস্তিতে ১৭০৯ জন। এছাড়া ঢাকা থেকে আগত ৪, লক্ষ্মীপুর থেকে ২, মতলব আইসিডিডিআরবি থেকে ৩০, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ১ ও নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন।