প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুরের মেঘনা নদীতে কারেন্ট জাল দিয়ে জাটকা ধরায় ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩টি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ৭ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। আটক জেলেদের বিরুদ্ধে তিনটি পৃথক নিয়মিত মামলা করা হয়েছে। আটক জেলেরা হলেন জাকির হোসেন মোল্লা (৩৬), বাদশা হাওলাদার (১৯), মোঃ রাসেল বেপারী (১৯), দেলোয়ার পাঠান (২৫), শাহাদাত আউদ (২০), আনোয়ার খান (১৯), মোঃ আল আমীন ঢালী (২০), আনোয়ার খান (১৯) ও মোঃ আল-আমীন ঢালী (২০)।
গত ২৯ জানুয়ারি পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, নৌ থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। নৌ থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম বলেন, মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ করে জাটকা ইলিশ রক্ষাসহ নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।