প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২২, ০০:০০
মতলব পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের অন্তর্গত উদ্দমদী কাজী বাড়িতে আপন ভাতিজি (৫)কে ধর্ষণ করেছে ওই এলাকার আমির হোসেন কাজী (১৯)। ২৯ জানুয়ারি ধর্ষক আমির হোসেন কাজীকে আটক করেছে পুলিশ।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ২৮ জানুয়ারি রাতে শিশুটি লেখাপড়া করার পর পাশর্^বর্তী ঘরে চাচা আমির হোসেন কাজীর কাছে যায়। পরে চাচা ফুসলিয়ে তাকে ধর্ষণ করে। শিশুটি তার মাকে বিষয়টি অবগত করলে মা শিশুটিকে নিয়ে ২৯ জানুয়ারি দুপুর ২টায় মতলব উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে যান। সেখানে আল্ট্রাসনোগ্রাম করানো হলে প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনার সত্যতা প্রমাণিত হয়। পরে চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে মতলব দক্ষিণ থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ উদ্দমদী এলাকার চর থেকে ধর্ষক আমির হোসেনকে আটক করে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া জানান, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।