প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুরে নমুনা প্রদানের বিপরীতে করোনা শনাক্তের হার সারাদেশের তুলনায় অত্যাধিক বেশি। গত কয়েকদিনে শনাক্তের হার পর্যবেক্ষণ করলে সহজেই অনুমান করা যায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। গতকাল শুক্রবার চাঁদপুুরে করোনা শনাক্তের হার ছিলো ৪৫.৬০ শতাংশ। এদিন মোট ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। বাকী ৯৯টি রিপোর্ট নেগেটিভ।
পজিটিভ ৮৩ জনের মধ্যে ২০ জন চাঁদপুর সদর উপজেলার। বাদবাকীরা হচ্ছে ফরিদগঞ্জে ১২ জন, মতলব উত্তরে ১০জন, মতলব দক্ষিণে ১৫ জন, হাজীগঞ্জে ৫ জন, কচুয়ায় ২ জন ও শাহরাস্তিতে ১৯ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল শনাক্ত হওয়া ৮৩ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩শ’ ১৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ১শ’ ৬৭ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪২ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৯২৪ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মোট আক্রান্তের মধ্যে উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদর ৭১০৮ জন, হাইমচর ৮৮০ জন, মতলব উত্তরে ৯৩৭ জন, মতলব দক্ষিণে ১৩৩৩ জন, ফরিদগঞ্জে ১৮২৮ জন, হাজীগঞ্জে ১৬২৯ জন, কচুয়ায় ৮৮৯ জন ও শাহরাস্তিতে ১৭২৯ জন। এছাড়া ঢাকা থেকে আগত ৪, লক্ষ্মীপুর থেকে ২, মতলব আইসিডিডিআরবি থেকে ৩০, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ১ ও নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন।