বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ০০:০০

ইচলীতে যুবকের আত্মহত্যা
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর শহরতলীর ইচলীতে শুক্কুর গাজী নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে। জানা যায়, ইচলী গ্রামের ফজল গাজীর কনিষ্ঠ পুত্র শুক্কুর গাজী (৩০) দীর্ঘদিন ভারসাম্যহীনভাবে চলাফেরা করছিল। এ অবস্থায় তাকে পারিবারের সদস্যরা অনেকভাবে বহু চেষ্টা করেও সুস্থ করতে পারেনি। গতকাল ২৮ জানুয়ারি শুক্রবার দুপুর হলেও ঘর থেকে বের হয়ে খাওয়া-দাওয়া করতে না আসায় পরিবারের সদস্যরা তাকে ঘুম থেকে জাগানোর জন্য ঘরের দরজায় নক করে। দীর্ঘ সময় দরজা নাড়ার পরও কোনো সাড়া শব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখা যায় শুক্কুর গাজী গলায় ফাঁস দিয়ে মৃত অবস্থায় রয়েছে। এ অবস্থা দেখতে পেয়ে পরিবারের সদস্যরা বালিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার আঃ কাদের গাজীকে বিষয়টি অবহিত করেন। পরে মেম্বার কাদের গাজী চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আব্দুর রশীদকে অবহিত করলে তার নির্দেশে এসআই কুদ্দুস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পরিবারের সদস্যরা জানান, শুক্কুর ভারসাম্যহীন, বহু চেষ্টা করেও সুস্থ করতে পারিনি। তাছাড়া সে বিয়ে-সাদী করেনি। একা একা একটি ঘরে থাকতো। হয়তো মানসিক যন্ত্রণায় সে আত্মহত্যা করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়