প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ০০:০০
ট্রাকের চাপায় নিহত হলেন একই ট্রাকের হেলপার মোঃ নূরুল ইসলাম (৩২)। শুক্রবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ বাজারের উপজেলা পরিষদ সংলগ্ন বালু মহালের সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি বালুবাহী ছিলো। নিহত নূরুল ইসলাম শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের পরানপুর গ্রামের ভূঁইয়া বাড়ির বিল্লাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হেলপার নূরুল ইসলাম বালুবাহী ট্রাকটি নিজেই চালিয়ে বালুমহালের ভেতরে সাইট করে রেখে ট্রাকের পেছনে গিয়ে দাঁড়ান। এ সময় হঠাৎ করে ট্রাকটি পেছন দিকে চলতে শুরু করে। কিছু বুঝে উঠার আগেই ট্রাকের চাকার নিচে চলে গেলো হেলপার নূরুল ইসলাম। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নূরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে নূরুল ইসলাম ট্রাকটিকে গিয়ারে রেখে ট্রাক থেকে নেমে পড়ে। এছাড়াও ট্রাকটি সে যে স্থানে সাইট করেছে, সে স্থানটির সামনের দিক থেকে পেছনের দিক ঢালু ছিল। যার ফলে ট্রাকটি আপনা-আপনি পেছন দিকে চলতে থাকে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম সোয়েব আহমেদ চিশতী জানান, নূরুল ইসলামকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।