প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি সংক্রান্ত বিষয়ে শিক্ষামন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যের বিরুদ্ধে কথিত দুর্নীতি নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারের প্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করতে প্রেস ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হেয়ার রোডস্থ বাসভবনে বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আনীত অভিযোগটি মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে সরাসরি প্রত্যাখ্যান করেন। প্রেস ব্রিফিংয়ের এক পর্যায়ে একজন সাংবাদিক শিক্ষামন্ত্রীকে নিয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ এবং নিজ দলের সংসদ সদস্য (ফরিদগঞ্জ) মুহম্মদ শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ওনার দু'জনই আমার দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি। একজন আমার নিজ জেলার সম্মানিত সভাপতি, আরেকজন আমার দলের সংসদ সদস্য। তাঁরা কী বলেছেন, না বলেছেন সেটা আমার দলীয় ফোরামে আলোচনার বিষয়। আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, সরকারের মন্ত্রী সভায় আছি, তাই আমাকে তো দলের শৃঙ্খলা, শিষ্টাচার মানতেই হবে। দল আমাকে এটাই শিক্ষা দিয়েছে। এ ব্যাপারে সংসদ আছে, সংসদের মাননীয় স্পিকার আছেন, তাঁরা বিষয়টি দেখবেন। তাছাড়া আমার দলের চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং শ্রদ্ধেয় সাধারণ সম্পাদকের কাছে আমি কিছু কাগজ পাঠিয়েছি। এ বিষয়টা ওনারা দেখবেন। এক কথায় দলীয় ফোরামেই এটা আলোচনা হবে, অন্য কোথাও নয়।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির শিষ্টাচারমূলক এমন অসাধারণ জবাবে জনগণ মুগ্ধ। তাঁরা মন্তব্য করেছেন, মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে আমাদের গর্ব এ জায়গায়ই। তাঁর শিষ্টাচার, বিনয়ী স্বভাব এবং ভদ্রতায় তাঁকে মহান ¯্রষ্টা এতোটা উপরে নিয়ে গিয়েছেন। তাঁর এ গুণেই তিনি বারবার সকল ষড়যন্ত্র এবং প্রতিহিংসার প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে পারছেন এবং ভবিষ্যতেও পারবেন আশা করছি।