প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ০০:০০
২৪ জানুয়ারি সোমবার মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) চাঁদপুর-এর উদ্যোগে অনলাইন মাধ্যম জুমে দখলমুক্ত ও ক্রীড়াবান্ধব খেলার মাঠের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে চাঁদপুরের খেলার মাঠসমূহের বর্তমান চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, হাসান আলী হাই স্কুল মাঠ ও পৌরপার্ক মাঠে বিভিন্ন ধরনের দোকান-পাট ও অস্থায়ী স্থাপনা রয়েছে এবং অবহেলা ও পরিচ্ছন্নতার অভাবে খেলাধুলার পরিবেশ বিঘিœত হচ্ছে। সেই সাথে কিছু নেতিবাচক প্রভাব তুলে ধরা হয় যা মূলত অপর্যাপ্ত খেলার মাঠের কারণে শিশু-কিশোর ও যুবকদের প্রভাবিত করছে।
প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে শারীরিক ও মানসিক দু’ভাবেই তারা বিপর্যয়ের দিকে অগ্রসর হচ্ছে সৃজনশীলতা ও স্বাভাবিক বিচার-বুদ্ধি হারাচ্ছে ছেলে-মেয়েরা পর্নোগ্রাফি বা মাদকের প্রতি আসক্ত হচ্ছে। চুরি, হত্যা, আত্মহত্যা, ধর্ষণ, ছিনতাই, মাদকসেবন, ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের মত সামাজিক নানা অপরাধের সাথে জড়িয়ে পড়চ্ছে দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করছে। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ), চাঁদপুর-এর পক্ষ থেকে কিছু সুপারিশ তুলে ধরা হয়।
সুপারিশসমূহ :
১. হাসান আলী হাই স্কুল মাঠ এবং পৌর পার্ক মাঠকে সর্বপ্রকার দখল ও হকার মুক্ত রাখতে হবে।
২. উপরোক্ত মাঠসমূহে পরিচ্ছন্নতা ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩. চাঁদপুর সরকারি কলেজ মাঠ, পুরাণবাজার ডিগ্রি কলেজ মাঠ ও মহিলা সরকারি কলেজ মাঠকে সকলের খেলাধুলার জন্যে উন্মুক্ত করতে হবে।
৪. নারী ও শিশুদের জন্য পৃথক মাঠ অথবা মাঠের একাংশ সংরক্ষণ নিশ্চিত করা।
৫. সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে।
৬. স্থানীয় ক্রীড়া সংগঠনসমূহকে কার্যকর ও প্রয়োজনীয় সহায়তা করা।
৭. ক্রীড়া সংক্রান্ত সরকারি বরাদ্দ পর্যাপ্তকরণ এবং সঠিক ব্যবহার নিশ্চিতকরণ।
৮. শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলা ও শরীরচর্চার প্রতি আগ্রহী করতে হবে।
৯. চাঁদপুর পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ নিশ্চিতকরণ।
সভায় প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তারেকুল ইসলাম, চাঁদপুর জেলা ক্রীড়া কর্মকর্তা; মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক, প্রাথমিক শিক্ষক সমিতি, চাঁদপুর জেলা; অ্যাডঃ হেলাল হোসেন, প্যানেল মেয়র, চাঁদপুর পৌরসভা ও নূর মুহাম্মদ, ডেপুটি ডাইরেক্টর, যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁদপুর জেলা। আরো উপস্থিত ছিলেন মুনির চৌধুরী, সভাপতি, এমএএফ, চাঁদপুর (যুগ্ম আহ্বায়ক, চাঁদপুর জেলা বিএনপি); মাসুদা নূর খান, সহ-সভাপতি, এমএএফ, চাঁদপুর (আহ্বায়ক, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ); অ্যাডঃ মুনিরা চৌধুরি, সহ-সভাপতি, এমএএফ, চাঁদপুর (সভাপতি, চাঁদপুর জেলা মহিলা দল); আবু নাছের পাটওয়ারী বাচ্চু, সাধারণ সম্পাদক, এমএএফ, চাঁদপুর (প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামী লীগ); হযরত আলী, আহ্বায়ক, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল; এনায়েতুল্লাহ খোকন, সভাপতি, চাঁদপুর জেলা কৃষক দল; অ্যাডঃ শিরিন সুলতানা মুক্তা, সাধরণ সম্পাদক, চাঁদপুর জেলা মহিলা দল; রেবেকা সুলতানা বকুল, মহিলা বিষয়ক সম্পাদিকা, চাঁদপুর পৌর আওয়ামী লীগ; নাহিদা রহমান সেতু, যুগ্ম সাধারণ সম্পাদিকা, চাঁদপুর জেলা মহিলা দল; অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, সাবেক আইন বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা ছাত্রলীগ ও সামাজিক সংঠনের প্রতিনিধি।
সভাটির সঞ্চালনায় ছিলেন ফয়সাল আহমেদ বাহার, অর্থ বিষয়ক সম্পাদক, এমএএফ, চাঁদপুর (সংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা যুবদল) এবং মোঃ মাসুদউল আলম রনি, সহ-সাংগঠনিক সম্পাদক, এমএএফ, চাঁদপুর (সদস্য, চাঁদপুর পৌর যুবলীগ)।
উল্লেখ্য, চাঁদপুর মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের (এমএএফ) মূলত প্রধান প্রধান রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, ডিআই ফেলো, মাস্টার ট্রেইনার, নারীর জয়ে সবার জয় নেতৃবৃন্দ, যুব সংগঠন, সাংবদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি ফোরাম যা জেলার রাজনৈতিক দলসমূহের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপন, স্থানীয় রাজনীতিতে যুব ও নারী নেতৃত্বের অংশগ্রহণ নিশ্চিতকরণসহ স্থানীয় বিভিন্ন নাগরিক সমস্যায় কাজ করে থাকে।