বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ০০:০০

করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন

আজ থেকে সপ্তাহব্যাপী প্রশাসনের মোবাইল কোর্ট

আজ থেকে সপ্তাহব্যাপী প্রশাসনের মোবাইল কোর্ট
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

করোনার সংক্রমণ রোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে আজ থেকে চাঁদপুরের প্রশাসন মাঠে নামছে। পুরো জেলায় মোবাইল কোর্ট পরিচালিত হবে। ইউএনও, এসি-ল্যান্ড, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করবেন। সপ্তাহব্যাপী এই মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়।

চিঠিতে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার নির্দেশনার আলোকে করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণ রোধকল্পে বর্তমান পরিস্থিতি বিবেচনায় চাঁদপুর জেলায় ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত হবে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে চাঁদপুর জেলা প্রশাসন থেকে এই মোবাইল কোর্ট পরিচালিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলাব্যাপী এই মোবাইল কোর্ট পরিচালনা করবেন। কেউ যাতে মাস্ক ছাড়া রাস্তাঘাটে বিচরণ না করে এবং স্বাস্থ্যবিধিকে উপেক্ষা না করে সেটা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই উদ্যোগ।

উল্লেখ্য, চাঁদপুরে করোনার সংক্রমণ ভয়াবহ রূপে বাড়ছে। এক সপ্তাহে শনাক্তের হার প্রায় চারগুণ বেড়েছে। যেমন ১৪ জানুয়ারি শুক্রবার চাঁদপুর জেলায় করোনা শনাক্তের হার ছিল ৯.৬৭ শতাংশ। আর ২০ জানুয়ারি বৃহস্পতিবার শনাক্তের হার এসে দাঁড়িয়েছে ৩৩.৩৩ শতাংশে। এই চিত্রই বলে দিচ্ছে চাঁদপুরে কত দ্রুত করোনার সংক্রমণ বাড়ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়