বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ০০:০০

মেয়র ও নৌ এসপিসহ বিশিষ্টজনদের অনেকেই করোনায় আক্রান্ত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

করোনার তৃতীয় ঢেউ খুব দ্রুত বেগে ছড়াচ্ছে। সারাদেশের সাথে চাঁদপুরও এর প্রকোপ বাড়ছে। আক্রান্ত হচ্ছেন অনেকেই। কেউ কেউ দ্বিতীয়বারও আক্রান্ত হচ্ছেন। গত কদিনে চাঁদপুরের বেশ কজন গুরুত্বপূর্ণ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁরা হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল, নৌ পুলিশের এসপি মোঃ কামরুজ্জামান, এনএসআই চাঁদপুরের উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফী বন্যাসহ এই স্কুলের শিক্ষক-কর্মচারী ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মেয়র জিল্লুর রহমান জুয়েল দ্বিতীয়বার আক্রান্ত হলেন। গত ক’দিনে তাঁরা আক্রান্ত হন। তবে তাঁরা বর্তমানে ভালো আছেন বলে জানা গেছে। তাঁরা নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিনসহ কোভিড চিকিৎসা করেন এমন অন্য চিকিৎসকগণ তাঁদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন বলে জানা গেছে।

যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন তাঁরা চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেনো তারা দ্রুত সুস্থ হয়ে নিজ নিজ কর্তব্য কাজে নিজেদের আত্মনিয়োগ করতে পারেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়