প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ০০:০০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি মঙ্গলবার বাদ আসর চাঁদপুর শহরের চিশতিয়া জামে মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সহ-সভাপতি আলমগীর আলম জুয়েল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আঃ কাদির বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইখতিয়ার উদ্দিন শিশু, ছলেমান ঢালী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মহসিন পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বর্তমান মহামারী করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।