বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২২, ০০:০০

কচুয়ায় ভোট পুনঃগণনার দাবিতে মানববন্ধন
মোহাম্মদ মহিউদ্দিন ॥

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন ইউপি সদস্য প্রার্থী মোঃ হারুন অর রশিদ শেখসহ অপর তিন ইউপি সদস্য প্রার্থী ।

গতকাল শুক্রবার বিকেলে বুধুন্ডা গ্রামে মানববন্ধনে মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারুন অর রশিদ এ অভিযোগ করেন। নির্বাচনের ফলাফলে দেখানো হয়, ওই ওয়ার্ডে তালা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল বারেক সরদার পেয়েছেন ৪৭৩ ভোট, মোরগ প্রতীকের প্রার্থী হারুন অর রশিদ পেয়েছেন ৪৬৮ ভোট, ফুটবল প্রতীকে কামাল পেয়েছেন ৪২৫ ভোট এবং টিউবওয়েল প্রতীকে নবীর হোসেন পেয়েছেন ২৬৪ ভোট।

ইউপি সদস্য প্রার্থী মোঃ হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, গত ৫ জানুয়ারি ৩নং বিতারা ইউনিয়ন পরিষদে ২নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ভোট কেন্দ্রে মোট ২৬৬৭ ভোটের মধ্যে ১৭৯৯ ভোট প্রয়োগ করেন। কিন্তু বুধুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার এজেন্টদের জোরপূর্বক বের করে দেয় এবং তালা মার্কার বান্ডেলের ভেতর আমার প্রাপ্ত ভোট ঢুকিয়ে ভোট গণনা করা হয়। প্রিজাইডিং অফিসার কেন্দ্রে ফলাফল ঘোষণা না দিয়ে চলে যায়।

ইউপি সদস্য প্রার্থী মোঃ হারুন অর রশিদ, কামাল হোসেন, নবীর হোসেন, সংরক্ষিত মহিলা প্রার্থী কুলসুমা আক্তার ওই কেন্দ্র বিভিন্ন অনিয়ম তুলে ধরে পুনরায় ভোট গণনার দাবি করেন। মানববন্ধনে ওই ওয়ার্ডে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়