প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২২, ০০:০০
সংকটাপন্ন রোগীদের চিকিৎসার জন্যে অবশেষে আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চালু হতে যাচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ। হাসপাতালের ২য় তলায় অপারেশন থিয়েটারের পশ্চিম পাশে আইসিইউ ইউনিট প্রস্তুত করা হচ্ছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান বলেন, আইসিইউ বেডের জন্যে কিছু যন্ত্রপাতি বাকি ছিলো। চারটি বেড চালাতে যত যন্ত্রপাতি লাগে তার সবকিছুই বরাদ্দ পেয়েছি। রোববার সেগুলো গ্রহণ করতে ঢাকা লোক পাঠাবো। এরপর ঢাকা থেকে মেকানিকরা এসে সবকিছু ফিটিং করে দেবে। আশা করি খুব দ্রুতই এই হাসপাতালে আইসিইউ সেবা দিতে পারবো। তিনি এখানে আইসিইউ ইউনিট চালু হওয়ার কার্যক্রমের জন্যে স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির প্রতি কৃতজ্ঞগতা জানান। তিনি বলেন, মূলত তাঁর প্রচেষ্টা এবং আন্তরিকতায় এখানে আইসিইউ হচ্ছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে আইসিইউ ইউনিট পরিচালনার জন্যে আমরা দু’জন ডাক্তার এবং ১২জন নার্সকে ঢাকা থেকে ট্রেনিং করিয়ে এনেছি। তারা আইসিইউ বেড পরিচালনা করতে পারবেন। ট্রেনিংপ্রাপ্ত জনবল দিয়েই আমরা আইসিইউ বেড চালু করবো। পাশপাশি আরও দক্ষ জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি।