মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১১ জুলাই ২০২১, ০০:০০

মানবিক দিক থেকে বাংলাদেশ এগিয়ে আছে বিশ্বের অন্য দেশের তুলনায়
অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের আদর্শ গ্রামের সন্তান মোঃ সাইফুল ইসলাম দুই যুগেরও বেশি সময় সৌদি আরবের রিয়াদে বসবাস করছেন। তিনি সেখানে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি সৌদি আরব প্রবাসী আদর্শ নারায়ণগঞ্জ ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে সরকারের পক্ষ থেকে আরও ভূমিকা রাখতে হবে। সম্প্রতি তিনি চাঁদপুর কণ্ঠের সাক্ষাৎকার পর্বের মুখোমুখি হন। সাক্ষাৎকার নেন জাহাঙ্গীর আলম হৃদয়।

চাঁদপুর কণ্ঠ : প্রবাসে কতোদিন আছেন, কী করছেন, কেমন কাটছে সময়?

মোঃ সাইফুল ইসলাম : দুই যুগেরও বেশি সময় ধরে সৌদি আরবের রিয়াদে আছি। এখানে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি সৌদি আরব প্রবাসী আদর্শ নারায়ণগঞ্জ ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছি। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে পরিবার-পরিজন নিয়ে ভালো আছি।

চাঁদপুর কণ্ঠ : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনার অনুভূতি কেমন?

মোঃ সাইফুল ইসলাম : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। যাঁদের রক্তের বিনিময়ে পেয়েছি বাংলাদেশ।

চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে স্বদেশের উন্নতি-অগ্রগতি কতোটুকু হয়েছে?

মোঃ সাইফুল ইসলাম : দেশের উন্নতি হয়েছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। অসহায়, হতদরিদ্র, ভূমিহীনদের মাঝে জমিসহ নতুন ঘর দেয়া হয়েছে, পদ্মা সেতু, মেট্রোরেল, উড়াল সেতু, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মা ও শিশু হাসপাতাল করা হচ্ছে, প্রবাসীদের জন্যে নেয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ।

চাঁদপুর কণ্ঠ : দেশকে নিয়ে আপনার কোনো কষ্ট-বেদনা-অতৃপ্তি আছে কি?

মোঃ সাইফুল ইসলাম : মানবিক দিক থেকে বাংলাদেশ এগিয়ে আছে বিশ্বের অন্য দেশের তুলনায়। দেশ নিয়ে কোনো কষ্ট-বেদনা নেই। প্রবাসীদের কল্যাণে সরকারের পক্ষ থেকে আরও ভূমিকা রাখতে হবে। সৌদি আরবের রিয়াদ বাথা আল উজির মার্কেট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস্ পোশাকের ব্যবসা প্রতিষ্ঠান। সেই ব্যবসাকে টিকিয়ে রাখতে সরকারিভাবে সহযোগিতা পেলে দেশের রেমিট্যান্সের চাকা সচল থাকবে। বাংলাদেশ এগিয়ে যাবে। স্বপ্নপূরণ হবে প্রবাসীদের।

চাঁদপুর কণ্ঠ : সকলের উদ্দেশ্যে আপনার পছন্দের কিছু কথা বলুন।

মোঃ সাইফুল ইসলাম : আসুন, সবাই যে যার জায়গা থেকে দেশের কল্যাণে কাজ করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়