প্রকাশ : ১০ জুলাই ২০২১, ০০:০০
প্রশাসনের ব্যাপক তৎপরতা থাকলেও বিধিনিষেধ ভাঙছে মানুষ
নবম দিনে ১০ মোবাইল কোর্টে ৭০ জনকে ৪২ হাজার ১শ’ টাকা অর্থদণ্ড
সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে চাঁদপুরে বেশ তৎপরতা অব্যাহত রেখেছে প্রশাসন ও আইনণ্ডশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মানুষকে ঘরে রাখার জন্যে এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘনের উপর মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করছেন।
|আরো খবর
করোনাভাইরাস ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লডকাউনের নবম দিন শুক্রবার চাঁদপুর শহরের রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ বেশি না হলেও বহু মানুষকে প্রয়োজনে অপ্রয়োজনে রাস্তায় বের হতে দেখা গেছে। অলিগলিতে দোকান খোলা রাখা হচ্ছে, আড্ডা হচ্ছেও বেশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান জানান, তিনি শুক্রবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর শহরের কালিবাড়ি কোর্টস্টেশন, শপথ চত্বর এবং বড় স্টেশন মোলহেড এলাকায় অভিযান পরিচালনা করেছেন। এ সময় দণ্ডবিধি ও সড়ক পরিবহন আইনে বেশ অর্থদণ্ড দিয়ে ১৭শ’ টাকা জরিমানার অর্থ আদায় করেছেন। কোর্ট স্টেশন এলাকায় ভূঁইয়া বিগ বাজার স্বাস্থ্য বিধি লঙ্ঘন করায় এ প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। পুলিশ ও জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা এ সময় তাকে সহযোগিতা করেন।
এর আগে সকাল হতে মোবাইল কোর্ট পরিচালনাকালে ক্যাফে ঝিল রেস্টুরেন্টকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানাসহ ৬টি মামলায় মোট ১২ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় পালবাজার এলাকায় বাজার মনিটরিং করা হয়।
এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র জানান, কঠোর লকডাউনের নবম দিন ৯ জুলাই শুক্রবার চাঁদপুরে ১০টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সর্বমোট ৭০টি মামলায় ৭০ জনকে ৪২ হাজার ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।