প্রকাশ : ১০ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার চরবাগাদী পাম্প হাউজ সংলগ্ন ঘাসিপুর মৌজায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বালু ফেলে ভরাট করা হচ্ছে। এ নিয়ে চাঁদপুর পাউবো কর্তৃপক্ষ মামলা করলেও কোনো কাজে আসছে না। দখলদাররা তাদের দখল কাজ করে যাচ্ছে। একটি সূত্র জানায়, দখলদাররা লীজের নাম দিয়ে সরকারি সম্পত্তি দখল করে যাচ্ছে। প্রকৃতপক্ষে ৫/৬ বছর ধরে লীজ দেয়া বন্ধ থাকার পরও তারা কীভাবে লীজের কথা বলে দখল কাজ করে যাচ্ছে এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ দখলকে কেন্দ্র করে স্থানীয়ভাবে দু গ্রুপের মাঝে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, পাউবো কর্তৃপক্ষ মামলা দায়ের করার পরও দখল বন্ধ হচ্ছে না। তাহলে কি প্রশাসন ও পাউবো কর্তৃপক্ষ থেকে দখলদারদের ক্ষমতা বেশি!। এ ব্যাপার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।