প্রকাশ : ১০ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুরে পূর্ব শত্রুতায় একজন খামারীর দুটি গরুকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম করা হয়েছে। ৮ জুলাই বৃহস্পতিবার রাতে চাঁদপুর শহরের পশ্চিম বিষ্ণুদী (পৌর ৯নং ওয়ার্ড) মিয়াজী বাড়িতে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত খামারী নাছির উদ্দিন প্রতিবেশি মোস্তফা ও তার স্ত্রী লাকি বেগমের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩/৪ জনকে অভিযুক্ত করে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপণ্ডপরিদর্শক ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। জখম হয়ে মারা যাওয়ার উপক্রম হওয়ায় এলাকাবাসীর পরামর্শে একটি গরু জবাই করে অর্ধেক দামে বিক্রি করে দেন খামারি। আর জখমের চিহ্ন নিয়ে বেঁচে থাকা অপর গরুটি নিয়ে বিচার প্রার্থনা করছেন অসহায় খামারি।