প্রকাশ : ০৯ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ডিগ্রি কলেজ গভর্নিং বডিকে দেয়া মহামান্য হাইকোর্টের আদেশ আপিল বিভাগ কর্তৃক স্থগিত করা হয়েছে। বুধবার (৭ জুলাই) আপিল বিভাগ এ আদেশ দেয়। ফরক্কাবাদ ডিগ্রি কলেজের গভর্নিং বডির এক অভিভাবক সদস্যের দায়েরকৃত রিটের কারণে গত ২৭ জুন ২০২১ কলেজ গভর্নিং বডির কার্যক্রম মহামান্য হাইকোর্ট সাময়িকভাবে স্থগিত করেছিলো, যাতে গভর্নিং বডি সাময়িকভাবে কোনো কার্যক্রম চালাতে না পারে। বুধবার আপিল বিভাগ এ আদেশকে স্থগিত ঘোষণা করে বলেছে, এখন থেকে ফরক্কাবাদ ডিগ্রি কলেজ গভর্নিং বডি পূর্বের ন্যায় সকল কার্যক্রম পরিচালনা করতে পারবে।
জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রতিষ্ঠিত চাঁদপুরের স্বনামধন্য ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সুনাম নষ্ট করার জন্যে একটি চক্র দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছিলো। তার ধারাবাহিকতায় হাইকোর্টে কলেজ গভর্নিং বডির বিরুদ্ধে রিট করলে কমিটি সেটি সাময়িকভাবে স্থগিত করে, পরবর্তীতে আপিল বিভাগ আগের রিট আদেশকে স্থগিত করে কলেজের সকল কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়।