মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৯ জুলাই ২০২১, ০০:০০

চাঁদপুর শহরের মহাশ্মশান থেকে ৭ মাদকসেবী আটক
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর শহরের বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক ভূঁইয়া সড়কে হিন্দু সম্প্রদায়ের সৎকারের স্থান মহাশ্মশান থেকে ৭ মাদকসেবীকে আটক করেছে নতুনবাজার পুলিশ ফাঁড়ি।

গতকাল ৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশিদের নির্দেশে নতুনবাজার পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান মহাশ্মশানে অভিযান চালিয়ে ৭ তরুণ মাদকসেবীকে আটক করে। আটককৃতরা হলো মেহেদী হাসান (২৪), পিতা আলাউদ্দিন মজুমদার, সাং দঃ গুণরাজদী, সাদমান সাকিব (২৪), পিতা সফিকুর রহমান পাটোয়ারী, সাং প্রফেসর পাড়া, রুবায়েত কবির (২৪), পিতা তোফায়েল আহমেদ, সাং প্রফেসর পাড়া, বাবু ভূঁইয়া (২১), পিতা জিয়া উদ্দিন ভূঁইয়া, সাং মধ্য ইচলী, আঃ হাকীম (২৪), পিতা রহমত উল্লাহ, সাং মধ্য ইচলী, শাহ আলম পাটোয়ারী (২০), পিতা নূরে আলম পাটোয়ারী, সাং-মধ্য ইচলী, সাকিল আহমেদ (২১), পিতা মিজানুর রহমান, সাং মধ্য ইচলী, সর্ব সাং নতুন বাজার, চাঁদপুর।

পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদের কাছে গোপন সংবাদ ছিলো উক্ত মহাশ্মশানের বহুতল ভবনের ২য় ও ৩য় তলা মাদক সেবনকারীরা তাদের গোপন আস্তানা হিসেবে ব্যবহার করে। সেখানে মাদক সেবনসহ তারা বিভিন্ন অপকর্ম করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উল্লেখিত ৭ জনকে আটক করে। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, চাঁদপুরের হিন্দু সম্প্রদায়ের মহাশ্মশানটি শহরের মাদক জগতের অপরাধীরা নিরাপদে তাদের মাদক সেবনের নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করে ও বিভিন্ন অপরাধ করে আসছে। দীর্ঘ দিনের এমন অভিযোগ হিন্দু সম্প্রদায়ের এবং স্থানীয় জনগণের। অবশেষে নতুন বাজার পুলিশ ফাঁড়ির অভিযানে ৭ জনকে আটকের মধ্য দিয়ে অভিযোগের সত্যতা মিললো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়