প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ০০:০০
হাইমচরে কাঁচা রাস্তা মেরামতে দুটি সংগঠন
হাইমচর উপজেলার বর্ডারপুল রহিম বক্স পাটওয়ারী বাড়ি হতে দক্ষিণ আলগী হাজী বাড়ি জামে মসজিদ ও প্রাথমিক বিদ্যালয় হয়ে পাকা রাস্তা পর্যন্ত রাস্তার সংস্কার কাজ করা হয়েছে। দক্ষিণ আলগী আদর্শ যুব সমাজ ও সুদীপ্ত সমাজ সেবা সংঘসহ এলাকাবাসীর সহযোগিতায় রাবিশ ও বালি দিয়ে এ সংস্কার কাজ করা হয়।
|আরো খবর
গতকাল ৭ জুলাই ২০২১ বুধবার দক্ষিণ আলগী আদর্শ যুব সমাজ ও সুদীপ্ত সমাজ সেবা সংঘের সভাপতি মোঃ সালাউদ্দিন মাস্টারের সার্বিক দিকনির্দেশনা ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটনের তত্ত্বাবধানে এ রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়।
জানা যায়, গত সপ্তাহে টানা ভারী বর্ষণের ফলে দক্ষিণ আলগী গ্রামের কাঁচা রাস্তাগুলো হাঁটার অনুপযুক্ত হয়ে পড়ে। ফলে ভোগান্তি পোহাতে হয় শিশু ও বৃদ্ধসহ প্রায় অর্ধ শতাধিক পরিবারের। এমন দৃশ্য এ সামাজিক সংগঠনের নজরে আসলে সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে এলাকাবাসীকে সাথে নিয়ে এ রাস্তা মেরামত করেন উক্ত দুটি সংগঠনের নেতৃবৃন্দ। দীর্ঘদিন নিদারুণ অবহেলায় পড়ে থাকা এ রাস্তাটি খুব সহসাই আরসিসি ঢালাই করে নির্মাণ করার প্রতিশ্রুতি দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
আপাতত চলাচল উপযোগী করার জন্যে নিজেদের অর্থায়নে বালি ও রাবিশ ফেলে সংস্কার কাজ করে দিয়েছে দক্ষিণ আলগী আদর্শ যুব সমাজ ও সুদীপ্ত সমাজ সেবা সংঘসহ এলাকাবাসী। তবে জনস্বার্থে রহিম বক্স পাটওয়ারী বাড়ি থেকে ভোট কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয় হয়ে পাকা সড়ক পর্যন্ত এ রাস্তাটি আরসিসি ঢালাই কিংবা কার্পেটিং করে বর্ষার দুর্ভোগ লাঘব করতে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।