প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ০০:০০
করোনায় চাঁদপুরে মৃত্যু বেড়ে ১২৯ ॥ একদিনে শনাক্ত ৯৪
করোনায় আক্রান্ত হয়ে চাঁদপুরে আরো একজন মারা গেছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ইউসুফ মিজি (৬০) নামে করোনা পজিটিভ রোগী মারা যান। তাঁর বাড়ি ফরিদগঞ্জের রূপসা বাজার এলাকার দায়সারা গ্রামে। তিনি হাসপাতালে ৫ জুন সোমবার রাত ১১টার ২৫ মিনিটে দিকে এ হাসপাতালে ভর্তি হন। পরদিন তার নমুনা পরীক্ষা করা হলে রাতে পজিটিভ রিপোর্ট আসে। এর আগেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান। ইউসুফ মিজিসহ এ পর্যন্ত চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৯ জন।
|আরো খবর
এদিকে গতকাল নতুন করে আরো ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪০ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তের হার ৩৯.১৬%।
উপজেলা ভিত্তিক এই সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ৪০, ফরিদগঞ্জে ৮, মতলব দক্ষিণে ৩, মতলব উত্তর ৩, হাজীগঞ্জে ১৩, শাহরাস্তিতে ৯, কচুয়ায় ১৩ ও হাইমচরে ৫ জন। এই ৯৪ জনসহ মোট আক্রান্ত হয়েছে ৫৯০১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫০১১ জন, মারা গেছেন ১২৯ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৬১ জন।