প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ০০:০০
অপহরণ করে ধর্ষণের ঘটনা মামলার ২য় অভিযুক্ত রাজু বেপারী (৩০) নামে এক যুবককে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ গ্রামের এক কিশোরীকে অপরহণ করে ধর্ষণের অভিযাগ উঠে। পরবর্তীতে এ ব্যাপারে চলতি বছরের ৩১ জানুয়ারি ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। এ মামলার সূত্র ধরে গত মঙ্গলবার রাতে সাচনমেঘ গ্রাম থেকে মামলার দ্বিতীয় অভিযুক্ত আসামী হিসেবে রাজু বেপারী (৩০) কে আটক করে পুলিশ।
এদিকে একই রাতে থানা পুলিশ সাত মাসের সাজাপ্রাপ্ত আসামী কামাল উদ্দিনকে গুপ্টি পূর্ব ইউনিয়ন থেকে এবং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ননের হাসা গ্রাম থেকে সবুজ সর্দার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এছাড়া ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামী ও সন্দেহজনক এক আসামীকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৭জন আসামীকে আটক করে বুধবার চাঁদপুর আদালতে প্রেরণ করে।