প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ০০:০০
বাংলাদেশ সেনাবাহিনীর ৪৪ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুল আকবর খান এএফডব্লিউসি, পিএসসি গতকাল চাঁদপুরে লকডাউন পরিস্থিতি এবং বেসামরিক প্রশাসনকে সহায়তায় মাঠ পর্যায়ে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনে আসেন। এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, আপনারা জানেন, বাংলাদেশে করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত এবং সেনাসদরের নির্দেশ অনুযায়ী জাতীয়ভাবে সারাদেশে করোনা প্রাদুর্ভাব হ্রাসকল্পে বেসামরিক প্রশাসনের সহায়তায় আমরা টহল পরিচালনা করছি। দেশের এই দূর্যোগপূর্ণ মুহূর্তে ৩৩ পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ এলাকার দুঃস্থ ও অসহায় জনগণকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে এবং সেনাসদস্যদের জন্য বরাদ্দকৃত রেশন ও অন্যান্য দ্রব্যসামগ্রী হতে খাদ্যদ্রব্য সহায়তার পাশাপাশি করোনা সতর্কতা সামগ্রীও বিতরণ করছি। গত বছরের ন্যায় এ বছরও আমরা আমাদের সাধ্যমত দেশের গরিব ও অসহায় মানুষের পাশে থাকব। আমরা পরিস্থিতি বিবেচনায় দুঃস্থ ও অসহায় মানুষদের ঘরে ঘরে গিয়ে যথাসম্ভব খাদ্য সামগ্রী, মাস্ক এবং স্যানিটাইজারসহ অন্যান্য করোনা সতর্কতা সামগ্রী পৌঁছে দিচ্ছি। আসুন, আমরা সকলে সম্মিলিতভাবে একে অন্যের পাশে থেকে এই দুর্যোগ মোকাবেলা করি এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে নিজস্ব ক্ষেত্রে ভূমিকা রাখি।
এই সেনা কর্মকর্তা চাঁদপুরে লকডাউন পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং চাঁদপুরে বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে মাঠ পর্যায়ে সেনা সদস্যরা যে কাজ করছেন সে বিষয়েও সন্তোষ প্রকাশ করেন।
গতকাল বুধবার দুপুরে তিনি চাঁদপুর এসে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁর সাথে সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসক এই সেনা কর্মকর্তাকে চাঁদপুরে করোনা পরিস্থিতি তুলে ধরেন। একই সাথে সরকারের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কাজের বিষয়ে ধারণা দেন। এরপর জেলা প্রশাসককে সাথে নিয়ে এই সেনা কর্মকর্তা চাঁদপুর স্টেডিয়ামে আসেন এবং এখানে এসে বিভিন্ন মিডিয়ায় তাঁর বক্তব্য তুলে ধরেন।
এ সময় সেনাবাহিনীর লেঃ কর্নেল খায়রুল ইসলাম, ক্যাপ্টেন সায়েমসহ আরো ক’জন সেনা কর্মকর্তা এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল এই সেনা কর্মকর্তা চাঁদপুর জেলার বিভিন্ন জায়গায় পরিদর্শনকালে ৫০ জন দুঃস্থ ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেন।