মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ০০:০০

ভরা মৌসুমে ইলিশশূন্য চাঁদপুর মৎস্যবন্দর
অনলাইন ডেস্ক

ভরা মৌসুমেও ইলিশশূন্য চাঁদপুর মৎস্যবন্দর বলে বিবেচিত বড়স্টেশন মাছঘাট। চলমান কঠোর লকডাউন আর পদ্মা-মেঘনা ও উপকূলীয় অঞ্চলের নদীতে ইলিশ ধরা না পড়ায় অভাব-অনটনে চরম হতাশার মধ্যে দিন পার করছেন চাঁদপুরের অর্ধলক্ষ জেলে। হাহাকার চলছে জেলে পল্লীগুলোতে। চাঁদপুর মাছঘাটে গিয়ে দেখা গেছে, ঘাটে নেই জেলেদের নৌকা বা ট্রলার। আড়তগুলো ইলিশশূন্য। অলস সময় পার করছেন আড়তদাররা। দুই-এক ঝুড়ি মাছ ঘাটে আনা হলেও নেই হাঁকডাক। বছরের এ ভরা মৌসুমে জেলেরা মহোৎসবে ইলিশ ধরেন, ট্রলারভর্তি মাছ আসে এই ঘাটে। মাছঘাটে রাখতেই শুরু হতো হাঁকডাক ও ইলিশ ক্রয়-বিক্রয়ের সরগরম ভাব। কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ বিপরীত। কারণ এ সময়ে শত শত মণ ইলিশ মাছ আসার কথা থাকলেও দেখা নেই ইলিশের।

জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আঃ মালেক দেওয়ান জানান, ডিম ছাড়ার সময় কিছু মা ইলিশ পেলেও এবার জাটকা মওসুমে জাটকা মাছ রক্ষা পায়নি। প্রায় সব জাটকাই নিধন করে ফেলা হয়েছে। যতো অভিযান হয়েছে জাটকা মারার পর। নদীতে জাটকা রক্ষার তেমন অভিযান হয়নি। এ কারণে আমাদের লোকাল নদীতে মাছ নাই।

অপরদিকে চাঁদপুর মাছঘাটের বড় আড়তদার আঃ গফুর জমাদার আড়তের ইলিশ ব্যবসায়ী মিজান শেখ জানান, সাগরে অভিযান থাকায় জেলেরা মাছ ধরতে পারছে না। অথচ ইন্ডিয়ার জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে সাগর থেকে প্রচুর ইলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমাদের স্থানীয় নদীতে তো মাছ না-ই, আবার সাগরেও নিষেধাজ্ঞা, ইলিশ আসবে কোত্থেকে ? বৈশাখ মাস থেকে আষাঢ় মাসের মাঝামাঝি ঘাটে ইলিশের আমদানি নেই। খুবই খারাপ অবস্থা যাচ্ছে। ইলিশ আল্লাহর দানীয় মাছ। সৃষ্টিকর্তাই আমাদের ভরসা। ছবিতে ইলিশশূন্য চাঁদপুর মাছঘাটের আড়তগুলো দেখা যাচ্ছে। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়