বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ১৭ জুন ২০২১, ১২:৪২

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজন

জিলানী চিশতী কলেজে মাদকবিরোধী আলোচনা সভা

অনলাইন ডেস্ক
জিলানী চিশতী কলেজে মাদকবিরোধী আলোচনা সভা

স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ‘এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি’ এ স্লোগানকে ধারণ করে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ ও চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সীমিত আকারে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ জুন বুধবার বেলা ১১টায় কলেজের সভাকক্ষে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম। তিনি বলেন, আপনারা যারা শিক্ষক, আপনাদের উপর দেশের কিছু দায়িত্ব রয়েছে। চাঁদপুরের পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তর যৌথ উদ্যোগে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা মাদক নির্মূলে আপনাদের সহযোগিতা চাই। যদি আপনারা তথ্য দিয়ে সহায়তা করেন, তাহলে এ অঞ্চলে কোনো মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী থাকবে না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ। তিনি বলেন, শিক্ষাজীবনের বিভিন্ন স্তরে আমরা জ্ঞান অর্জন করি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনারা মানবসম্পদ তৈরি করেছেন। যারা এ প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মাদক মস্তিষ্ককে উত্তেজিত করে এবং নেতিবাচক প্রভাব ফেলে। প্রথম শ্রেণির মাদক সিগারেট বিড়ি যারা খায় তা-ও অত্যন্ত ক্ষতিকর। মাদক গ্রহণকারীরা মানসিক রোগী। মাদক সেবনকারীরা মানসিক, সামাজিক ও আর্থিকভাবে উন্নতি করতে পারে না।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করছেন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক বিক্রেতা ও সেবনকারী ধরিয়ে দিতে হবে। প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের ইংরেজি প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস ফিরোজা বেগম, ৪নং ওয়ার্ডের (শাহতলী) মেম্বার ও আওয়ামী লীগ নেতা মোঃ সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম কারী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি প্রমুখ। উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা এমদাদ উল্লাহ, আরবি প্রভাষক মাওলানা মহিউদ্দিন, আরবি প্রভাষক মাওলানা এ.এন.এম. হেলাল উদ্দিন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মোহাম্মদ মানিক মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম তালুকদারসহ অন্যরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানে শেষে শিক্ষার্থীদের হাতে মাদকবিরোধী লিফলেট ও শিক্ষা উপকরণ এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়