প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ১১:৩৮
হাজীগঞ্জে স্বামীর দাবিতে ভৈরবের কিশোরীর অনশন
শুক্রবার সন্ধ্যায় গর্ভে ৮মাসের সন্তানকে নিয়ে হাজীগঞ্জে স্বামীর দাবিতে অবস্থান নিয়েছে ভৈরবের এক কিশোরী। ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রামের। ওই গ্রামের মাঝি বাড়ির লালু মাঝির ছেলে রাজন মাঝির সাথে কিশোরীর সম্পর্ক হয়।
|আরো খবর
ঘটনার বিবরণে জানা গেছে, নাটেহারা গ্রামের মাঝি বাড়ির লালু মাঝি ও নজমিয়া সহোদর ভাই। নজমিয়া মুসলিম ধর্ম গ্রহণ করে হাজীগঞ্জ ত্যাগ করে ভৈরবে চলে যান।
নজমিয়া মেয়েকে মুঠোফোনে প্রবাসীর সঙ্গে বিয়ে দেন। অন্যদিকে নজমিয়ার ভাই লালুর ছেলে কাজের সুবিধার্থে রাজন মাঝি ভৈরবে পাড়ি দেন। এরই মাঝে নজমিয়ার মেয়েকে প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক করতে বাধ্য করে রাজন মাঝি। একটি ছবি ধারণ করে তার প্রবাসী স্বামীকে সেই ছবিটি পাঠিয়ে দেয় রাজন। অন্যদিকে রাজন তার সাথের সম্পর্কের কথা জানিয়ে দেয় প্রবাসী স্বামীকে। পরে বিষয়টি জানাজানি হলে প্রবাসী স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। এদিকে মেয়েটির গর্ভের সন্তানের দায়িত্ব নিতেও চান না রাজন।
এ বিষয়ে ভুক্তভোগীর বড়বোনের জামাই মাছুম জানান, ছোট বোনকে মিথ্যা প্রলোভন দেখিয়ে রাজন সর্বনাশ করেছে। তার সুষ্ঠু সমাধান পেতে হাজীগঞ্জে আসেন তারা।
অপরদিকে খবর পেয়ে লালুর ছেলে রাজন আত্মগোপনে যায়। তবে ছেলে রাজনের পক্ষে কেউ ক্যামেরার সামনে না আসলেও তার মা ও ভাই বলছেন, দুই মাস আগে তারা ঘটনাটি আঁচ করতে পেয়েছেন। ইউপি চেয়ারম্যান বিষয়টি শনিবার যেভাবে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্ত মেনে নিবেন তারা।